শিরোনাম

লৌহজং রাক্ষুসী পদ্মার তীব্র থাবায় শত শত মানুষ গৃহহীন

আ.সা. আবু তালেব ঃ রাক্ষুসী পদ্মা নদীর করাল গ্রাসে তীব্র থাবায় পদ্মা নদীর উপর বিশ বছর পূর্বে জেগে ওঠা সুবিশাল চরটি অব্যাহত ভাঙ্গনে অনেক লোকজন গৃহহীন হয়ে ভারাক্রান্ত হ্নদয়ে অন্যত্র চলে যাচ্ছে। বিশাল ফসলি জমি ও পছন্দের ঘর – বাড়ি  সহ সর্বস্ব হারিয়ে অনেকেই এখন নিঃস্ব হয়ে পড়েছে।
তাছাড়া ভারতের পাহাড়ি ঢলে লৌহজংয়ের নিম্মাঞ্চল ডুবে যাওয়ায় এলাকাবাসীর এখনো চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে । পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন খাল দিয়ে ঢলের পানিতে ফসলি জমি তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পানি পঁচে এডিস মশার সৃষ্টি হয়ে ডেঙ্গু জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে লোকজন।
মুষলধারে আর কয়েক দিন বৃষ্টি হলেই তলিয়ে যাবে অনেক লোকজনের ঘর – বাড়ির আঙ্গিনা। বাড়বে সীমাহীন দূর্ভোগ।
নিউজটি শেয়ার করুন :