এম.কলিম উল্লাহ,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে করোনা আক্রান্ত প্রথম রোগির অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা আনা হচ্ছে। আক্রান্ত সেই মহিলা কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: সোলাইমানের মা মুসলিমা খাতুন।
গত কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও শুক্রবার রাত থেকে পুনরায় প্রচন্ড ডায়রিয়াসহ নানান উপসর্গ দেখা দেয়। তাই আজ শনিবার বিকেলের মধ্যে এয়ার এ্যাম্বুলেন্সে কিংবা সড়ক পথে তাকে ঢাকার উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি জানান, গত ৪ দিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত ওই মহিলাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা করা হয়।
ডাঃ মহিউদ্দিন বলেন-করোনা আক্রান্ত হওয়া ছাড়াও এ্যাজমাসহ নানা জটিল রোগে ভুগছেন ওই মহিলা।
উল্লেখ্য গত ২৪ মার্চ করোনা ভাইরাসের জীবাণু ধরা পড়ে মুসলিমা খাতুনের শরীরে।