এম.এস আরমান:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রামপুর ইউনিয়ন শাখার উদ্যাগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও মাস্ক বিতরন অনুষ্ঠিত হয়। আজ (৩০মার্চ) রোজ সোমবার সকাল ১০ টায় রামপুর ইউনিয়নের বামনি বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিহিন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ সহ সচেতনতার পরামর্শ পথসভায় যুবনেতা মীর কাশেমের সভাপতিত্বে পরামর্শ প্রদান করেন রামপুর ইউনিয়ন শাখা বিএনপি সভাপতি আবুল কাশেম বুলবুল।
এসময় আবুল কাশেম বুলবুল বলেন এই মহামারী ভাইরাস থেকে মুক্তি পেতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবেনা,প্রত্যেকে মাস্ক বাদ্ধতামূলক পড়তে হবে,সকলে দূরত্ব বজায় রাখতে হবে এবং পাঁচ ওয়াক্ত অযু সহ নামায আদায় করতে হবে। উক্ত মাস্ক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি শাখা সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, যুবদল সাধারণ সম্পাদক মোঃ আলী জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ, ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান ইমরান। নাইমুল হক,সাহাব উদ্দিন প্রমুখ।