এম.এস আরমান
নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন সহ প্রায় সব কর্মক্ষেত্র বন্ধ থাকায় অসহায় দিনমজুর সহ নিম্ম আয়ের মানুষদের মাঝে চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেছে সাংবাদিকরা। সোমবার প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সদস্যদের উদ্যোগে এই সকল খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রেসক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন রনি, যুগ্ম-সম্পাদক এম রহিম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, সাংবাদিক নাসির উদ্দিন, ইমাম হোসেন খাঁন ও আরমান সহ অন্যরা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
প্রেসক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল জানান, আমাদের এই উদ্যোগ স্বল্প হলেও আমরা সাধ্যমত সহযোগীতার চেষ্টা করেছি। আমরা প্রেসক্লাবের পক্ষথেকে সমাজের সামর্থ্যবান এবং শিল্পপতিদের বিনিত আহ্ববান জানাই আপনারা আপনাদের নিজেদের নিকটবর্তী এবং প্রতিবেশি অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করুন।