শিরোনাম

বঙ্গবন্ধু খুনিদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা জোরদার চলছে

নিজস্ব প্রতিবেদক ঃ বঙ্গবন্ধুকে যারা নির্মমভাবে হত্যা করেছে তারা কেউ রেহাই পাবেনা। তারা দেশ ছেড়ে অন্যদেশে পালালেও তাদের হাজির করে বিচার করা হবে।

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করার প্রত্যয় জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন বঙ্গবন্ধু সাজাপ্রাপ্ত খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে পনের আগস্টের নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন :