শিরোনাম

মালয়েশিয়া আটকে পড়া প্রবাসীদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের আহবান

 

এম এ আবির, মালয়েশিয়া:  কোভিড- ১৯ দিন কে দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে মালয়েশিয়া। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে অসহায় প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে চলমান পরিস্থিতিতে ঘরবন্ধী জীবন যাপন করছে প্রবাসীরা। বাংলাদেশ দূতাবাস এই চলমান পরিস্থিতিতে বিভিন্ন উদ্দ্যেগ নিয়েছে এবং দিচ্ছে সাধ্যমত সেবা।

তারই মাঝে আজ বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাই পেইজে আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস।

বিজ্ঞপ্তি খুবখুব তুলে ধরা হল:
করোনা ভাইরাস (COVID-19) বিস্তার প্রতিরোধে মালয়েশিয়া সরকার কর্তৃক MCO (Movement Control Order) ঘোষণার প্রেক্ষিতে আটকে পড়া বাংলাদেশি ভাই ও বোনদের তাঁদের নাম, পাসপোর্ট নং, বর্তমান ঠিকানা, ফোন নংসহ অতিসত্বর বাংলাদেশ হাইকমিশনে জানানোর জন্য বিশেষভাবে আহ্বান জানানো হলো।

যোগাযোগ ও ইমেইল: [email protected]
ফোন নং: ০১২২৯০৩২৫২, ০১৩৬৩৩০১০৩, ০১২২৯৪১৬১৭, ০১৬৭৯০৭৪৩৪, ০১২৪৩১৩১৫০
Stay home, stay safe

নিউজটি শেয়ার করুন :