শিরোনাম

বাউফলে অনেকেই মানছেনা করোনা প্রতিরোধের নির্দেশনা!

মো: হাসান, বাউফল উপজেলা প্রতিনিধি: 
বিশ্ব মহামারি নোভেল করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের সচেতনাতার নির্দেশ মানছেনা বাউফলের অনেকই।

ঢাকা থেকে আগত বাউফল উপজেলার বিভিন্ন স্থানে আসা লোকজন বাসা বাড়িতে না থেকে নিজ নিজ এলাকায় হাট বাজার ও গ্রামের মানুষের সাথে মিলে মিশে ঘুরে বেরাচ্ছেন ৷

মনে হচ্ছে ঈদের আনন্দে মেতে ওঠেছে। আড্ডা জমাচ্ছে চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে৷ কিছু লোকের মুখে মাস্ক থাকলেও অনেকে তেমন প্রয়োজন মনে করছেন না।

এদিকে বাউফল সদর সহ বিভিন্ন ঐতিহাসিক বাজার গুলোতে পুলিশের কড়া নজরদারি থাকার কারনে বাজার ছেড়ে নিজ নিজ এলাকায় ছোটো খাটো চায়ের দোকানে আগের তুলনায় ভির জমাচ্ছে বেশী।

নিউজটি শেয়ার করুন :