এম.এস আরমান, নোয়াখালী:
করোনা ভাইরাস পৃথিবীর মাটি থেকে এখন পর্যন্ত কেঁড়ে নিলো অর্ধলক্ষ প্রাণ,এই ভাইরাসটি কোনো ধর্ম বর্ণ কিছুই মানছেনা,যাকে যখন যেখানে সুযোগে পায় কেঁড়ে নেয় তার প্রাণ,তাই দেশের সর্বোচ্চ ব্যক্তি থেকে সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত একটাই শ্লোগান প্রচার করা হচ্ছে নিরাপদে বাড়িতে থাকো।
আজ (৩ এপ্রিল) রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা ভাইরাস বর্তমান পরিস্থিতি ও করনীয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা।
সভায় মেয়র বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের যথেষ্ট সচেতনতা রয়েছে,পৌরসভায় স্থাপিত করা হয়েছে হোম কোয়ারান্টাইন,ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা ৩৫ জনের মধ্যে ৩৩ জন বাড়ি ফিরেছে, পাশাপাশি পৌরসভা সহ সকল ইউনিয়নে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চলছে, দেশের এই দূরাবস্থায় দল মত নির্বিশেষে সকলকে অসহায়দের মাঝে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানান মেয়র আব্দুল কাদের মির্জা।
এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) ফয়সাল আহমদ,সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, ওসি (তদন্ত) রবিউল হক সহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।
এসময় ফয়সাল আহমেদ আক্ষেপ করে বলেন প্রশাসনিকভাবে মানুষকে সচেতনতার বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হচ্ছে,কিন্তু কেনো যেনো মানুষ নির্দেশনা মানতে ইচ্ছুক নয়, বসুরহাট পৌরসভায় লকডাউন পালিত হলেও ইউনিয়ন গুলোতে তেমন একটা মানছেনা, এতে প্রতিবেশীদের সচেতনতায় স্থানীয় প্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকরাও এগিয়ে আশা দরকার।
তিনি আরো বলেন নিয়ম ভঙ্গকারীদের শাস্থি দেয়া এই মূহুর্তে আমাদের মানায়না,মানুষের এই করুন অবস্থায় প্রশাসন এত হার্ডলাইনে যাওয়া উচিতও হবেনা, তাই মানুষকে সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা চান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ।