শিরোনাম

বিদেশী অভিবাসীদের সহায়তা করবে মালয়েশিয়া সরকার, নিজেস্ব দূতাবাসের মাধ্যমে

 

এম এ আবির , মালয়েশিয়া:

মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব বলেন আমরা প্রবাসী অভিবাসীদের খাদ্য সরবরাহ করতে প্রস্তুুত তবে নিজেস্ব দূতাবাসগুলো অবশ্যই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ইসমাইল সাবরি বলেন একটি দায়িত্বশীল সরকার হিসাবে এটি জাতীয়তা নির্বিশেষে কাউকে MCO চলাকালীন অনাহারে থাকতে দিবেনা।

তবে দূতাবাস গুলো অবশ্যই সহযোগিতা পাবে।গতকাল প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি প্রতিদিনের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। কোভিড -১৯ সংক্রামন রুখতে মালয়েশিয়া সরকার জরুরী অবস্থা জারি করার ফলে বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশি সহ অন্যন দেশের শ্রমিকরা।

গতকাল স্থানীয় গণমাধ্যম ও কয়েকটি নিউজ পোর্টালে একটি প্রতিবেদন বলা হয়েছে MCO চলাকালীন অভিবাসী সম্প্রদায়ের চাকরি না থাকায় লড়াই করে চলতে হচ্ছে। যার ফলস্বরূপ তাদের কাছে খাবার কেনার মতো কোন অর্থ নেই। ইসমাইল সাবরি আরো বলনে বিদেশী দূতাবাসগুলি এই সময়ে তাদের নাগরিকদের খাদ্য ও প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য দায়বদ্ধ। মালয়েশিয়া প্রতিটি প্রদেশ ও জেলায় জেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে।

কুয়ালালামপুরে বিদেশি দূতাবাস গুলো ” ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ” DBKL এর অধীনে আবেদন করতে পারবে। এটি সমস্ত বিদেশি নাগরিক ও কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য।বাংলাদেশের, নেপাল, ইন্দোরনেশিয়া তাদের এখানে একটি দূতাবাস রয়েছে,তাদের দায়বদ্ধ হওয়া দরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মালয়েশিয়ায় অবস্থানরত প্রতিটি দেশের দূতাবাসকে তাদের নিজেস্ব নাগরিকদের জন্য দায়বদ্ধ করতে হবে। চলমান পরিস্থিতি মানুষের জীবন যাপন ও স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন করে তুলেছেন।

নিউজটি শেয়ার করুন :