আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:
নভেল করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে পদ্মা সেতুর পিলারের কাজ শেষ হয়েছে। পদ্মা সেতুর ইতিহাসে অন্যতম অর্জন বলে প্রকল্প পরিচালক মনে করেন। বাংলাদেশের মেগা প্রকল্প পদ্মা বহুমূখী সেতুর এখন অধিকাংশ অংশই দৃশ্যমান। বর্তমানে পদ্মা সেতুর অবস্থা মানুষের মনে আশার আলো ছড়ালেও শুরুটা কিন্তু সহজ ছিলনা।
উল্লেখ যে, নকশা জটিলতায় ২০১৫ সালে পদ্মা সেতুর কাজ বাঁধা প্রাপ্ত হয়। ২২ টি পিলারের নিচে মাটির গঠনগত জটিলতা দেখা দিলেও পিছপা হয়নি সাহসী প্রকৌশলীরা। দেশি – বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চেষ্টায় শেষ পযর্ন্ত দেড় বছর পর নতুন নকশায় জটিলতায় থাকা পিলারগুলোর কাজ। পরিকল্পনা ছিল এপ্রিল মাসের মধ্যেই সব পিলারের কাজ শেষ করা।
প্রকৌশলগত পিপিইর পাশাপাশি স্বাস্থ্যগত পিপিই ব্যবহার করে আগেই নিশ্চিত করা হয় সুরক্ষা। এর ফলে মূল সেতুর ৪২ টি, সড়ক থেকে সেতুতে ওঠার ৮৯ টি ও রেল লাইনের ১৪ টি। সর্বমোট পদ্মা সেতু প্রকল্পের সব কয়টি অর্থাৎ ১৪৫ টি পিলারের কাজ শেষ হয়েছে।