এম এ ইউসুফ আলী,পটুয়াখালী প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষায় জনসচেতনতা বাড়াতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে
সেনাবাহিনী। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এ প্রচারণা চালানো হয়।
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর আতাউর রহমানের নেতৃত্বে ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কোড়ালিয়া, মোল্লার বাজার, খালগোড়া বাজার, পুলঘাট বাজার, নেতা বাজার ও বাহেরচর বাজারে সেনাবাহিনী- পুলিশ টহল এবং জনসচেতনতামূলক মাইকিং করা হয়। এসময় অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ ও করোনা
থেকে সুরক্ষায় নানা পরামর্শ দেওয়া হয়।
মেজর আতাউর রহমান বলেন, করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি।সেনাবাহিনীর এ প্রচারণা কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান ও রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ উপস্থিত ছিলেন।