আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ:
বর্তমান দিনগুলোতে বিশ্বব্যাপী করোনাভাইরাস সৃষ্ট কভিড-১৯ ব্যাধিতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশেও ভাইরাসটি বিস্তৃত হয়ে অনেক মানুষ আক্রান্ত হয়েছে এবং বেশ কয়েকজন মারা গেছেন, যা আমরা সবাই জানি।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট সবাইকে চিকিৎসা বিশেষজ্ঞ তথা সরকারের পক্ষ থেকে সতর্কতামূলক নির্দেশনাগুলি অনুসরণ করতে আহ্বান করছি।
১| মহামারী সংক্রমণের সতর্কতা হিসেবে সবাই হোম কোয়ারেন্টাইন (নিভৃত বাস)-এ থাকবেন, অর্থাৎ সবাই নিজ নিজ ঘরে অবস্থান করবেন। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না।
২| যদি বাইরে বের হতেই হয়, সেক্ষেত্রে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে হবে। বিশেষ করে মোয়ামেলাতের ক্ষেত্রে একে অপরের থেকে কমপক্ষে এক মিটার (তিন ফিট) দূরত্ব বজায় রাখবেন। বেশী বেশী হাত ধোয়ার অভ্যাস গড়ুন।
২| সালাত নিজ নিজ বাসায় আদায় করবেন। পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাত করুন।
৩| চলতি মহামারী তথা যে কোন বালা মুছীবত থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার নিকট পানাহ চাইতে হবে। ব্যক্তিগতভাবে বেশী বেশী জিকির-আযকার, নফল ইবাদাত, সবক আদায়, দোয়া-ইস্তিগফার ও রোনাজারিতে ব্যস্ত থাকুন।
৪| সামর্থবানরা বিপদগ্রস্ত ভাইদের পাশে দাঁড়াবেন। “আপনার পাড়া প্রতিবেশীর কেউ যেন ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে না যায়”- সেদিকে খেয়াল রাখবেন। সাধ্যমতো অসহায় মানুষদেরকে অর্থ বা খাদ্যসামগ্রী দান করবেন।
৫| পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আসন্ন রমজান মাসে চরমোনাইতে অনুষ্ঠিতব্য ‘তালীম-তরবিয়ত’ এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির আওতাধীন সকল শাখা সংগঠনের ‘মাসিক ইস্তেমা’ এবং ‘সাপ্তাহিক তালীম ও হালকায়ে যিকিরের আয়োজন স্থগিত থাকবে।
জায়নামাজে বসে সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া চাই।
আমীরুল মুজাহিদীন মুহতারাম পীর সাহেব চরমোনাইর নির্দেশক্রমে-
(খন্দকার গোলাম মাওলা)
সেক্রেটারী জেনারেল
বাংলাদেশ মুজাহিদ কমিটি।
এম. শামসুদদোহা তালুকদার