শিরোনাম

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনায় আক্রান্তের গুজব : খুলনায় আটক ১

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্তের গুজব ইউটিউবে প্রকাশ করার অপরাধে মোঃ রুহুল আমিন (২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল ৫ টায় খুলনা সদর থানাধীন বাগমারা মেইন রোডের একটি বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু আজ বুধবার দুপুরে গণমাধ্যমকে জানান, ‘ওই ব্যক্তি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও ধারণ করে তার নিজের তৈরিকৃত ইউটিউব চ্যানেল তাজ টিভি (Tajtv) তে আপলোড করে। যা সম্পূর্ণ বিভ্রান্তকর ও উষ্কানিমূলক। বর্তমানে মহামারীরুপে ধারণ করা করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন :