এম এ আবির, মালয়েশিয়া:
বাংলাদেশের একদিন আগে গতকাল বুধবার দিবাগত রাতে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আল্লাহর দরবারে ইবাদত-বন্দেগি ও নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ সহ নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে মহিমান্বিত এ রজনী অতিবাহিত করছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা।
মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানদের জন্য এবং চলমান করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ মোনাজাত করেছেন।
হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ শবেবরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত।
ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমান সম্প্রদায় দিবসটি পালন করেন।
শবে বরাত মুসলমানদের কাছে লাইলাতুল বরাত নামেও পরিচিত। আরবি শব্দ ‘লাইলা’ অর্থ রাত। অন্যদিকে ফার্সি শব্দ ‘শব’ অর্থও রাত। আর ‘বরাত’ অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শাবান মাসের ১৪ তারিখের এ রাতকে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবে অবহিত করা হয়।কোভিড-১৯ সংক্রামণ রোধে মালয়েশিয়া জরুরী অবস্থা জারি করায় অন্যন বছরের তুলনায় এবার জমায়েত হয়নি বাংলাদেশে অধ্যুষিত এলাকা মসজিদ গুলোতে। তবে প্রবাসী বাংলাদেশিরা নিজ উদ্দ্যেগে রুমে জামায়েত করে নামাজ আদায় করেছে।