শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে খুলনায় সামাজিক দূরত্ব বজায় না রাখা, বাহিরে অযথা ঘোরাঘুরি করা ও নিত্যপন্য ব্যতিত অন্যান্য দোকান খোলা রাখার দায়ে ১৮ জনকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে মহানগরীর ফারাজীপাড়া, ডাক বাংলা মোড়, খালিশপুর, দৌলতপুর, বয়রা ও জিরোপয়েন্টসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানসমূহ পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন, তাপসী রাবেয়া, মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল এবং মোঃ তাহমিদুল ইসলাম। অভিযানে সহায়তা করেন সেনা সদস্য, র্যাব ও আনসারের সদস্যগণ।
জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে ১৮ জনকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় মোট ৮ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সরকারি বিধি-নিষেধ অমান্য করে বাহিরে অযথা ঘুরাঘুরি করা, সামজিক দূরত্ব বজায় না রাখা, মোটরসাইকেলে একাধিক ব্যক্তি যাতায়াত করা ও নিত্যপন্য ব্যতিত অন্যান্য দোকান খোলা রাখারা জন্য তাদেরকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের চলমান এ অভিযান অব্যাহত থাকবে।