রাস্তা- ঘাটে, বাজার- হাটে
অযথা কেউই যেয়োনা।
রেখো স্মরণ, সব লোকজন
করোনা কাউকে করোনা করুণা।
মানুষ মরে; জ্যামিতিক হারে
তবুও তারা থাকেনা ঘরে,
মানেনা সরকারি নির্দেশনা।
মুখে মাস্ক হাতে হ্যান্ড ক্রাব
ব্যবহার করে বদলাও স্বভাব
মাওলার ইবাদত কভু ছেড়োনা।
সামাজিক দূরত্ব বজায় রেখো
সদা সর্বদা আল্লাহকে ডাক
তবেই করোনা দিবেনা হানা।
নেতারা সবে হও সাবধান
লুটপাট করোনা সরকারি ত্রাণ
আল্লাহর শাস্তি কখনো ভুলনা।
এলাকায় যারা আছে অনাহারী
দলে দলে যাও সবার বাড়ি
সাধ্যমত কেন সাহায্য করোনা?
নিউজটি শেয়ার করুন :