শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
নভেল করোনা ভাইরাসের ছোবলে থমকে গেছে গোটা বিশ্ব। প্রভাব ঠেকাতে বিশ্বের অনেক দেশ লকডাউন করা হয়েছে। বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও তৈরি হয়েছে অঘোষিত লকডাউন পরিস্থিতি। মহামারি ঝুঁকি এড়াতে গৃহবন্দী হয়ে থাকা ছাড়া মানুষের আর কোনো উপায় নেই। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন অবস্থায় খুলনার মহানগরী এলাকার ছিন্নমূল মানুষদের মাঝে প্রতিদিন দুই বেলা রান্না করা খাবার পৌঁছিয়ে দিচ্ছে পুলিশ।
করোনা পরিস্থিতি মোকাবেলায় গত কয়েকদিন আগে থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতিতে নগরীর বাস টার্মিনাল, রেলস্টেশনসহ রাস্তা-ঘাটের অসহায়, দুঃস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং ভবঘুরে মানুষরা যেন অভুক্ত না থাকে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। নগরীর ২৫০ জনকে দৈনিক দুই বেলা কেএমপি সদস্যরা রান্না করা খাবার পৌঁছিয়ে দিচ্ছে। আমাদের নিজস্ব ব্যবস্থাপনা ও খরচে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থাপনা অব্যহত থাকবে।