শিরোনাম

বাউফলে খাবারের সংকটে কাঁদছেন অসহায় মানুষ!

 

মোঃ হাসান বাউফল উপজেলা প্রতিনিধি:

করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারি সাধারন ছুটি, ব্যাবসা বানিজ্য ও গনপরিবহন বন্ধে কর্মহীন হয় পড়েছে বাউফল ইউনিয়নের সাধারন মানুষ।

কাজের সুযোগ না থাকায় খাবার সংকটেও পড়েছে তারা। করোনা অচলাবস্থার তিন সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত সরকরি খাদ্য সহায়তা জোটে নাই বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে স্থানিয়দের সাথে কথা বলে জানা গেছে তাদের অনেকের উনুনে আগুন জ্বলছে না, অনাহারে কষ্ট নিয়ে জীবন জাপন করছে তারা।

হোসনাবাদ পাচঁ নং ওয়ার্ডের বাসীন্দা মোঃ ইদ্রিস খাঁ বলেন আমার পা ভাঙা আরো করনা ভাইরাসের জন্য কোথায়ও যেতে পারিনা কোনো কাজ করতে পারিনা ক্ষুধার জ্বালাতে মরছি ৷ আমাদের নামের তালিকা আরো দুই সপ্তাহ আগে নিয়েছে কিন্তু এখনো কোনো সরকারি বরাধ্য আমরা পাই নাই ৷

তিনি আরো বলেন, মাঝে মধ্যে ত্রান ভিতরণ অনুষ্ঠানে উপস্থিত হলে নেতারা জানায় এটা সরকারি অনুদান না এটা সংগঠনের পক্ষ থেকে কর্মিদের মাঝে ভিতরনের জন্য ৷ এব্যাপারে বাউফল ইউনিয়ের চেয়ারমান মোঃ জসীম উদ্দীন জানায় আমরা সরকারিভাবে যা পেয়েছি তা সঠিক ভাবে গরিবদের মাঝে বিতরন করেছি ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড।

নিউজটি শেয়ার করুন :