রাসুল এর (সাঃ) চিকিৎসা ও বিজ্ঞানে নিউমোনিয়া ও ফুসফুস রোগে কালজিরা হাদিসে এরশাদ হচ্ছে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
عَلَيْكُمْ بِهَذِهِ الْحَبَّةِ السَّوْدَاءِ فَإِنَّ فِيهَا شِفَاءً مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ. وَالسَّامُ الْمَوْتُ
“তোমরা এই কালোজিরা ব্যবহার করবে। কেননা এতে মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক রয়েছে।” (সূনানে তিরমিযী, হাদীস-২০৪৮)
আধুনিক গবেষণা বলে , কালিজিরার তেলে ১০০টিরও বেশি উপযোগী উপাদান আছে।
কালিজিরার অন্যতম উপাদানের মধ্যে আছে নাইজেলোন,থাইমোকুইনোন – Thymo quinone , থাইমোক্লোরকুইনোন Thymo chloroquinone ও স্থায়ী তেল কোরনা ভাইরাস প্রতিরোধে chloroquinone কার্যকরী ইতিমদ্ধে গবেশনা এসেছে । chloroquinone ঔষধে অনেক Side Effect আছে , কিন্তু কালিজিরার অন্যতম উপাদানে থাইমোকুইনোন – Thymo quinone , থাইমোক্লোরকুইনোন Thymochloroquinone খেলে কোন Side Effect হবে না ।
কোরনা ভাইরাস আক্রান্ত রুগির জন্য ফুসফুসের ক্যান্সার হতে শিফা রয়েছে এই কালোজিরায়। সুবাহান আল্লাহ কিভবে বেবহার করবেন ,
১/ মধু সাথে কালজিরা সকালে খাবেন , সকালে খেতে সমস্যা হলে ভর পেটে খাবেন
২/ কালজিরা ভরতা আমরা খাই ভতা ভাতের সাথে খেতে পারেন
৩/ বুরায়দা রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “নিশ্চয় এই কালোজিরায় আরোগ্য রয়েছে।
প্রশ্ন করলেন: কিভাবে তা ব্যবহার করবো? তিনি বললেন: “২১টি কালোজিরার ১টি পুটলি তৈরি করে রাতে পানিতে ভিজিয়ে রাখবে এবং সকালে (পুটলির পানির ফোঁটা এ নিয়মে নাসারন্ধ্রে ব্যবহার করবে) “প্রথমবার ডান নাকের ছিদ্রে ২ ফোঁটা এবং বাম নাকের ছিদ্রে ১ ফোঁটা। পরের দিন বাম নাকের ছিদ্রে ২ ফোঁটা এবং ডান নাকের ছিদ্রে ১ ফোঁটা। তৃতীয় দিন ডান নাকের ছিদ্রে ২ ফোঁটা ও বাম নাকের ছিদ্রে ১ ফোঁটা।” (আবু নুআইম-কিতাবুত ত্বিব )
নিউমোনিয়া / ফুসফুস রোগের চিকিৎসা হাদিসঃ
যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিউমোনিয়াতে চন্দন কাঠ এবং যয়তুনের মাধ্যমে চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন। তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৯
শরির যে দিক দিয়ে আক্রান্ত এই ঔষধ ঐ দিক দিয়ে ঢালতে হবে চন্দন কাঠ এবং যয়তুনের মিশ্রণ।
যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউমোনিয়ার ক্ষেত্রে যায়তুন এবং ওয়ারস (এক জাতীয় ঘাস) এর মাধ্যমে চিকিৎসার প্রশংসা করতেন।
ইবনু মাজাহ ৩৬৪৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭৮
যায়তুন এবং ওয়ারস এক ধরনের ঘাস রস মিশ্রণ ঔষধ বানিয়ে খেতে হবে ।পেটের সমস্যা
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, الشفاء فى ثلاثة شربة عسل তিনটি জিনিসের মধ্যে রোগমুক্তি আছে। (১) মধু। বুখারী হা/৫৬৮০ জৈনক ছাহাবী বলল, হে আল্লাহর রাসূুল (ছাঃ) আমার ভাইয়ের পেট খারাপ হয়েছে। তিনি বললেন, তাকে মধু পান করাও। তাকে মধু পান করানো হলো। কিন্তু রোগ আরো বেড়ে গেল। এভাবে তিনবার মধু পান করানোর পরেও রোগ ভালো হচ্ছিলনা। তখন রাসূল ( ছা:)বললেন-
صدق الله وكذب بطن اخيك আল্লাহ সত্য বলেছেন।
কিন্তু তোমার ভাইয়ের পেট তা মিথ্যা প্রতিপন্ন করতে চায়। সুতরাং আবার মধু পান করাও। এবার পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেল। বুখারী হা/৩৭১৬।