শিরোনাম

খুলনায় কর কমিশনারের ছেলের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা প্রেমিকের অভিযোগ : প্রেমিক আটক

শেখ নাসির উদ্দিন, খুলনাঃ প্রেমিকা ছয় মাসের অন্তঃস্বত্ত্বা। এরমধ্যেই অন্য নারীর সঙ্গে বিয়ের পিঁড়িতে প্রেমিক। খবর পেয়ে প্রেমিকের বাসায় হাজির হন প্রেমিকা। এ ঘটনায় প্রেমিক শিঞ্জন রায়কে (২৫) আটক করেছে পুলিশ।

জানা যায়, বি‌য়ের প্র‌লোভন দে‌খি‌য়ে একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রীকে গর্ভব‌তী করার দায়ে খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের পুত্র শিঞ্জন রায় কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাকে আটক করেছে।

খুলনার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিঞ্জন রায়। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও প্রতারণা করেন তিনি।

এদিকে শিঞ্জনকে অনত্র বিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে ওই ছাত্রী বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুজগুন্নী আবাসিকের ১৬ নম্বর রোডে আসেন। এ সময় বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে শিঞ্জন রায় তার অন্তঃস্বত্তা প্রেমিকাকে সেখান থেকে ইজিবাইকে জোর করে তুলে দিতে গেলে তা স্থানীয়দের নজরে আসে। পরে থানা পুলিশে খবর দিলে তারা দু’জনকেই সোনাডাঙ্গা মডেল থানায় নিয়ে আসে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক জানান, উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :