স্বাধীনতার মহানায়ক
সারা বাংলার অভিভাবক
বিশাল ছিল এ মন ।।
দেশের এই ক্রান্তিলগ্নে
তাকে বাঙ্গালী ভাবে স্বপ্নে
দূঃসময়ে ছিল তারই প্রয়োজন।।
চারদিকে চোরের দল
শেখ হাসিনার চোখে জল
বিষাদে কাটে যেন প্রতিটি ক্ষণ।।
অর্ধাহারে – অনাহারে
মধ্যবিত্ত থাকে ঘরে।
নিম্নবিত্ত ত্রাণের আশায়
দ্বারে দ্বারে যায় হতাশায়।
কেউ পায় কেউবা চেচায়,
আমার ত্রাণ গেল কোথায়?
নাই কোন ত্রাণ, কাঁদে প্রাণ
চেটে চুটে খাইছে নেতায়।।
বঙ্গবন্ধু তোমার চোরের ভাষণ
বাস্তবতায় মিলে গেছে এখন
নো টেনশন ভাই নো টেনশন
বঙ্গবন্ধুর স্নেহের কন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চোরের বিরুদ্ধে নিচ্ছে এ্যাকশন
ধরা পড়লে বুঝবি মজা
তাৎক্ষণিক হবে সাজা।।
নিউজটি শেয়ার করুন :