লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদর হাজির হাট পশ্চিম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা, জানান বিকেল ৩ টার দিকে মাইনুদ্দিন ভ্যারাইটিস থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করেন।
ততক্ষণে মাইনুদ্দিন ভ্যারাইটিজ স্টোর, মোহাম্মদ আলী ও সাদেক হোসেনের ভূষা মালের দোকান মালামাল সহ পুড়ে যায়।এতে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।কমলনগর ফায়ার সার্ভিস ইউনিট এর ইনচার্জ মো. নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।