শিরোনাম

রাঙ্গাবালীতে চিকিৎসকদের সুরক্ষায় পিপিই দিলেন এমপি মহিব

 

এম এ ইউসুফ আলী,পটুয়াখালী প্রতিনিধি:

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পাঁচটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের সুরক্ষার জন্য পিপিই দিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি মহিব্বুর রহমান মহিব।

বুধবার দুপুরে এমপির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান এ পিপিই চিকিৎসকদের হাতে তুলে দেন। মাশফাকুর রহমান বলেন, ‘করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে যারা মাঠপর্যায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের সুরক্ষার জন্য এমপি মহোদয় নিজস্ব অর্থায়নে পিপিই দিয়েছেন।’

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :