লক্ষ্মীপুর প্রতিনিধি :
‘করোনাভাইরাস’ সংক্রমন ঠেকাতে সামাজিক সহায়তায় আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন লক্ষ্মীপুরের রায়পুরে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক ঢাকা মাইলষ্টোন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা কর্ণেল (অবঃ) নুরুন্নবি পাটোয়ারী ।
বৃহস্পতিবার সকালে (১৬ এপ্রিল) উপজেলার বামনী ইউপির সাইচা গ্রামে নিজের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দরিদ্র ৪’শ পরিবারের মাঝে এ চাল বিতরন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন, , ইউপি সদস্য হারুনুর রশিদ জহির, আনোয়ার হোসেন ও নাসির উদ্দীন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান সমাজ সেবক তাফাজ্জল হোসেনসহ ঢাকা মাইলষ্টোন স্কুল এন্ড কলেজের কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে গ্রামে তার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সামনে ৪’শ পরিবারকে-জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
বিশিষ্ট শিক্ষানুরাগী কর্ণেল (অবঃ) নুরুন্নবি পাটোয়ারী মুটোফোনে বলেন, মরনব্যাধি করোনাভাইরাসে আমরা মোটামোটি ভালো থাকলেও গ্রামের অসহায় দরিদ্র কর্মহীন-মানুষগুলো ভালো নেই। আমাদের সকলের দায়িত্ব দরিদ্র পরিবারের মাঝে সহায়তা করা। আমি আমার দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছি।