শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশনে থাকা (২৪) এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি মহানগরের লবণচরায়।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পয়েন্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া যুবক অ্যাজমা রোগী ছিলেন। শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন :