শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে ওএমএসের (১০ টাকা কেজি দরের চাল) চার বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলার চর গ্রামের মুর্শিদ আলমের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। তিনি স্থানীয় খাদ্য বিভাগের (ওএমএস) ডিলার বিল্লাল হোসেনের কাছ থেকে এ চাল কিনেছিলেন।
এ ঘটনায় মুর্শিদ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর ই আলম সিদ্দিকি। তবে এ ঘটনায় জড়িত ডিলারকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলারচর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে কালোবাজারে বিক্রি করা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চার বস্তা (১২০ কেজি) চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাল ক্রেতা মুর্শিদ আলমকে জরিমানা করা হয়েছে।
কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর ই আলম সিদ্দিকি জানান, মুর্শিদ আলমের বাড়ি থেকে উদ্ধারকৃত চালের বস্তার গায়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি লেখা রয়েছে। এ ঘটনায় জড়িত ডিলারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।