রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়পুরে ৩০ জনের পরীক্ষায় করোনাভাইরাস মেলেনি রায়পুরে ৩০ জনের পরীক্ষায় করোনাভাইরাস মেলেনি লক্ষ্মীপুরের রায়পুরে এ পর্যন্ত ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত ৩০ জনের ফলাফল পাওয়া গেছে। তাদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলায় এ পর্যন্ত ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। ৩০ জনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এদিকে রায়পুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইনে রয়েছেন ৩২৮ জন। অন্যদিকে কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন ১৪৭ জন।
৮ মার্চ আক্রান্তদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার আইসোলেশন ইউনিট খোলা হয়েছে বলে জানান ডা. জাকির হোসেন।