শিরোনাম

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতে কেউ ঘরে আসলে দরজা খুলবেন না

 

মোঃ আরিয়ান আরিফ, ভোলাঃ

আজ রাত ৮ টা ৫০ মিনিটে এর সময় ভোলা ডিস্ট্রিক্ট পুলিশ (Bhola District Police)
অফিশিয়াল ফেসবুক পেজে একটি স্টাটাস দিয়ে ভোলার মানুষদের জন্য একটা বার্তা দেন উক্ত বার্তাটি পাঠকদের জন্য তুলে ধরলাম।

জরুরী সতর্কবার্তা
”””””””””””””””””””””””””””””
ভোলা জেলায় বসবাসরত সম্মানিত জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোন ব্যক্তি যদি মুখ বাধা বা পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়ীতে, দোকানে রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না।

এছাড়াও এরূপ কোন বিষয় আপনাদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিক মোবাইল ফোনে ০১৭৬৯৬৯৫৪৭২ নাম্বারে বা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

ইদানিং দেশের বিভিন্ন এলাকা হতে জানা যাচ্ছে, কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টায় নেমেছে।
ভোলা জেলা পুলিশ সর্বদা আপনাদের নিরাপত্তা বিধানে আপনাদের পাশে।

নিউজটি শেয়ার করুন :