শিরোনাম

বাউফলে বৃষ্টিপাতে কৃষকদের করুন অবস্থা হতে পারে!

 

মোঃ হাসান বাউফল উপজেলা প্রতিনিধি:

বাউফলে টানা বৃষ্টিপাতে কৃষকদের মাথায় বাড়ি বা করুন অবস্থা হতে পারে বলে ধারনা করেন কৃষকরা। ওদিকে কোভিড ১৯ সংক্রমন রোধে সব ধরনের কর্ম বন্ধ থাকার কারনে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ গুলো।

কিন্তু তার পড়েও কেউ কেউ স্বপ্ন দেখেছিল তাদের আবাদি ফসল প্রেলেন ও মুঘ ডাল দ্বারা। কিন্তু ভারি বৃষ্টিপাত হবার কারনে নষ্ট হচ্ছে তাদের সেই স্বপ্ন।মোঃ ছুবাহান (৫০) নামে এক কৃষক জানায় এখনো তেমন কোনো ক্ষতি হয়নি এসব ফসলের। তবে আবহাওয়ার পরিস্থিতে ও এখনো যে রকম মেঘ জমে আছে গগনে, সেই ধারনা মুলক বৃষ্টি যদি বর্ষন হয় তাহলে বাউফল জুরে কৃষিদের বিশাল লোসখান হবে বলে জানিয়েছেন।

ওদিকে যারা ইরি চাষ করেছে এই বৃষ্টির কারনে তাদের লাভ হবে বলে জানাযায়।

নিউজটি শেয়ার করুন :