এম.এস আরমান,নোয়াখালী প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন সারাবিশ্বে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত এবং লক্ষ ছাড়িয়ে গেল মৃত্যুর সংখ্যা,মানুষ লকডাউনে ঘরবন্ধি হয়ে কাটাচ্ছে এক অনাকাঙ্ক্ষিত মূহুর্ত ঠিক সেই কঠিন মূহুর্তে নিজেদের জীবনবাজি রেখে দেশের মানুষকে নিরাপত্তার ছাউনি দিতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে একদল সাংবাদিক,পুলিশ ও ডাক্তার।
সেই সৈনিকদের নিরাপত্তায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশিষ্ট রাজনিতীবিদ নাজমুল হক নাজিমের পক্ষ থেকে ৭৫ টি পিপিই প্রদান করলেন বসুরহাট পৌরমেয়র আব্দুল কাদের মির্জা।
বৃহস্পতিবার দুপুরে পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, প্রেসক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি, সাংবাদিক আনোয়ার তোহা,সাংবাদিক জাফর উল্লাহ পলাশ ও তবিবুর রহমান টিপু প্রমুখ।