আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
লৌহজংয়ের কনকসার ইউনিয়নস্থ ধীৎপুরের কলাবাগান আকাশ মনি কাঠ গাছের বাগানে পেশাদার জুয়াড়ীরা প্রতিদিন ইয়াবা, গাঁজা ও নেশার ট্যাবলেট খেয়ে সকাল থেকে রাত অবধি জুয়া খেলছেই।
এতে দেশের আগামী ভবিষ্যৎ উঠতি বয়সী যুবকরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ ব্যাপারে জনপ্রিয় ও শীর্ষস্থানীয় দৈনিক ওলামা কন্ঠ সংবাদপত্রে দু’বার সংবাদ প্রকাশিত হওয়ার পরও নেশাখোর জুয়াড়ীরা এখনো রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। অভিযোগ পাওয়া গেছে, একটি বিশেষ প্রভাবশালী রাজনৈতিক দলের স্বনামধন্য নেতার এরা খুবই ভক্ত। নেতার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে এরা কখনো ভুলে না।
ব্যবসা সংক্রান্ত ব্যাপারে নেতা ব্যস্ত থাকায় বা ঝামেলার ভয়ে কেউ নেতাকে জানায় না। তবে নেতার পক্ষে তারই নিকটাত্মীয় নেশাগ্রস্ত জুয়াড়ীদের যিনি পরিচালনা করেন তিনি সব জানেন। উল্লেখ যে, সর্বনাশা পদ্মা নদীর ভাঙ্গনে বসতবাড়ি হারিয়ে ওপারের লোকজন লৌহজংয়ের অত্র এলাকায় এসে বাৎসরিক জমি ভাড়া নিয়ে বসবাস করছে।
তাদের কর্মক্ষম আদরের সন্তানেরা পেশায় কাঠমিস্ত্রী হলেও জুয়াকেই এখন পেশা হিসেবে বেছে নিয়েছে। কিছুদিন পূর্বে নেশাগ্রস্ত অবস্থায় কাঠবাগানে চিল্লাচিল্লি করলে কতিপয় গ্রামবাসী ধাওয়া করে ১ জনকে ধরে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়। পরবর্তীকালে জুয়াড়ীয়া সংঘবদ্ধ হয়ে নিয়মিত এখানে জুয়া খেলছেই।
সৎ নীতিবান গ্রামবাসীদের আকুল আকুতি অপ্রতিরোধ্য জুয়াড়ীদের রুখার মতো সাহসী প্রতিবাদী কি কেউ নেই !! আমাদের রিপোর্টার জুয়াড়ীদের জুয়া খেলতে বারণ করায় ওরা উত্তেজিত হয়ে দম্ভ করে জানায় আমাদের গ্রেপ্তার করার মতো পুলিশের পয়দা এখনো হয়নি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি?