এম.এস আরমান,নোয়াখালী:
সামাজিক দূরত্ব বাস্তবায়ন ও পবিত্র মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে গতকাল ২৬ এপ্রিল রবিবার নোয়াখালী জেলা সদর, কোম্পানীগঞ্জ,বেগমগঞ্জ, সেনবাগ ও সুবর্ণচর উপজেলায় দন্ডবিধি ১৮৬০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২৬টি মামলায় সর্বমোট ৮০,১০০/-টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
সদর উপজেলার মাইজদী বাজার, হাসপাতাল রোড, নতুন বাসস্ট্যান্ড এলাকায় ৫টি মামলায় ৫,৫০০/-টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আদাসুজ্জামান রনি।
কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর, চরকাঁকরা এলাকায় ৬টি মামলায় ২৬৫০০/- টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা।
সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাট, ছাতারপাইয়া, কানকির হাট এলাকায় ৬টি মামলায় ২৪,৪০০/-টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা।
বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় ৫টি মামলায় ২১,০০০/- টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরওয়ার কামাল।
সুবর্ণচর উপজেলার থানার হাট বাজার এলাকায় ৪টি মামলায় ২,৭০০/- টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আরিফুর রহমান। সামাজিক দূরত্ব বাস্তবায়ন ও দ্রব্য মূল্য বাজার নিয়ন্ত্রণে প্রয়োগ করা হয়েছে।
নোয়াখালীর জেলা ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় দাস জানান যে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও সামাজিক দূরত্ব বাস্তবায়নে জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও কালেক্টরেটের সকল বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণকে নির্দেশনা প্রদান করা হয়।