ওসমান গণি, লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না; ও বন্ধু’
বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্যে’ আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। আজও মানুষকে ভাবায়। মানুষের চেতনাকে শাণিত করে; জাগিয়ে তোলে।আমরা মানুষ হয়ে অসহায় মানুষের পাশে কি দাঁড়াচ্ছি? অবশ্যই অনেকে দাঁড়াচ্ছেন। তেমনি একজন মহৎ তরুন জনপ্রতিনিধি, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান – এডভোকেট মারুফ বিন জাকারিয়া।নিরলস ভাবে দিনরাত খাদ্য ও ত্রান সামগ্রী নিয়ে ছুটে চলছেন করোনার প্রকোপে কর্মহীন ও অসহায় মানুষের কাছে। নিজে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি।
মারুফ বিন জাকারিয়া ত্রান বিতরণ করতে গিয়ে, লক্ষ্মীপুর সদর থানা,দালালবাজার ইউনিয়নের খিদির পুরে লুজি বেগমের ভাঙ্গা ঝুপড়ি ঘরের দিকে তার চোখ পড়ে। জানতে পারেন লুজি বেগমের কষ্টের কথা। টয়লেট, বিদ্যুতের আলো ও বিছানা বিহীন কাটাচ্ছেন ৩০ টি বছর।ঘরটি মেরামত করতে এগিয়ে আসেনি কেউ।
বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেন রায়পুর উপজেলা ভাইস মারুফ বিন জাকারিয়া।গত ২৪ এপ্রিল ঝড় বৃষ্টি উপেক্ষা করে ৩০-৪০ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রণে মাত্র দেড় দিনে লুজি বেগমের ভাঙ্গা ঝুপড়ি ঘরটির মেরামত কাজ প্রায় ৯০% শেষ করা হয়।
মারুফ বিন জাকারিয়া জানান, দুবার প্রচন্ড ঝড় বৃষ্টির কারনে কাজ বন্ধ থাকায় পুরো শেষ করতে পারিনি। আজ ২৫/৪/২০২০ ইং সকালে গিয়ে বাকি কাজটুকু শেষ করে লুজি খালাকে সব বুজিয়ে দিয়ে বিদায় নিলাম। প্রত্যেকটি মানুষের আন্তরিক সহযোগিতায় কাজটি দ্রুত সম্পূর্ন হয়েছে মারুফের ( মা) যিনি সকলের জন্য নিজে পাক করে দুপুরের খাবার পাঠিয়েছেন। এই ঘরটির যাবতীয় খরচ মারুফের পরিবার বহন করতো। কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা মানবতার কাছে নিজেদেরকে স্বেচ্ছায় সম্পৃক্ত করতে পছন্দ করে । তিনি ধন্যবাদ জানান,সংসদ সদস্য জনাব সেলিনা ইসলাম এমপি, জনাব গাজী কামাল,মামুন বিন জাকারিয়া ও যারা শ্রম দিয়েছেন সকলের প্রতি।
মানবতার কল্যাণে আরো অনেক বেশি মানুষকে আমরা দেখতে চাই।আসুন, আমরা মানবতার হাত বাড়াই। সাধারণ মানুষের পাশে দাঁড়াই।