আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা সহ অন্যান্য উপজেলার কয়েকটি গ্রামে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মিথ্যে গুজব ছড়িয়ে সতর্কতার পরিবর্তে ওল্টো ভীতি সৃষ্টি করা হয়েছে বলে জানা যায়।
লৌহজং ও শ্রীনগর উপজেলা থেকে এধরনের গুজব গোটা মুন্সীগঞ্জে ছড়িয়ে পড়ে বলে লৌহজং উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান তার ফেসবুক আইডিতে উল্লেখ করেছেন।
তিনি তার ফেসবুক আইডিতে বলেন, সতর্কতার পরিবর্তে মিথ্যে গুজব ছড়িয়ে মসজিদের মাইকে প্রচার করে গ্রামবাসীকে ভীত করে তোলা কর্মকাণ্ড জেলা প্রশাসন কোন ভাবেই সমর্থন করেনা।
বরং যে মসজিদে এধরনের প্রচারনা হচ্ছে তাদের তা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জের সহ কোন স্থানে ডাকাতি বা অন্য কোন অপরাধ সংঘটিত হলে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার বা জেলা প্রশাসকের নিকট যোগাযোগ করতে বলা হয়েছে।
www.munshiganj.gov.bd -এই ওয়েবসাইটে সকলের ফোন নাম্বার পাওয়া যাবে। তাছাড়া কোন তথ্য যাঁচাই না করে বা দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের না জানিয়ে কোনভাবেই মসজিদের ঈমাম – মুয়াজ্জিন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে গুজব ছড়ানো আইনতঃ দন্ডনীয় শাস্তিযোগ্য অপরাধ বিধায় সকলকে এধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।