এম.কলিম উল্লাহ, উখিয়া : বৃহত্তর পালং ইসলামী ছাত্র সংস্থা কর্তৃক আয়োজিত “বর্তমান প্রেক্ষাপটে ছাত্রসমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভা আগামীকাল ১৯শে আগষ্ট বিকাল ৩টায় পালং রিসার্চ একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে ছাত্রদের যোগ্যকরে গড়ে তোলার করনীয় সম্পর্কে এই আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে, কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন পালং ইসলামী ছাত্র সংস্থা।
উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের অন্যতম ইসলামীক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব দা:বা:
মুহাদ্দিস আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি বোরহান উদ্দিন সাহেব
সিনিয়র শিক্ষক আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।
উপস্থিত থাকবেন, মুফতি রিদওয়ানুল কাদির সাহেব খতিব উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ উখিয়া কক্সবাজার।
উক্ত অনুষ্ঠানে উখিয়ার সকল ছাত্রদের উপস্থিত থাকার জন্য পালং ইসলামী ছাত্র সংস্থার সভাপতি এম.এহসান উল্লাহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।