শিরোনাম

করোনায় ঢাল-ভাতও জোটেনা, সরকারি ত্রাণ আসবে কবে?

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন কনকসার ইউনিয়নের ধীৎপুর গ্রামের ৭ নং ও ৮ নং ওয়ার্ডের ওয়ার্ডের অসহায় গরীব লোকজন অনেকেই সরকারি ত্রাণ এখনো পায়নি।

তথ্যানুসন্ধানে জানা গেছে, আত্মীয় – স্বজনদের নিকট থেকে অনুনয় বিনয় করে টাকা কর্জ নিয়ে অর্ধাহারে – অনাহারে থেকে গোল আলু টুকরো করে ভেজে, বিভিন্ন ভর্তা দিয়ে, মরিচ পুড়ে ভাত খেয়ে মানবেতর জীবন যাপন করছে। ৭ নং ওয়ার্ডে কেউ কেউ সরকারি ত্রাণ ১০ কেজি চাল পেলেও এখনো অনেকেই পাননি। ” সরকারি ত্রাণ আসলেই পাবে ” এই সান্ত্বনায় প্রতীক্ষার প্রহর গুনছে অসহায় গরীব লোকজন।

তেমনি স্বামী পরিত্যক্তা মোসাম্মৎ সাজেদা বেগম (৫৩) করোনায় করূণবস্থায় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ অর্ধাহারে – অনাহারে থেকে বারবার স্থানীয় ইউপি সদস্য জনাব সালাউদ্দিনের বাড়িতে ধর্না দিয়ে অবশেষে গতকাল সকালে সরকারি ত্রাণ হিসেবে পেয়েছেন ১০ কেজি চাল। শুনামাত্র ধীৎপুর কলাবাগানের মাজেদা বেগম সরকারি ত্রাণের আশায় ইউপি সদস্যের বাড়িতে গেলে আবার আসলে দেব বলে জানালে মনক্ষুন্ন হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।

ওয়ার্ডে সরকারি ত্রাণের জন্য কোন স্লিপ দেওয়া হয়নি, শুধু ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা নেওয়া হয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি?

নিউজটি শেয়ার করুন :