মোঃ হাসান বাউফল উপজেলা প্রতিনিধিঃ
পীর সাহেব চরমোনাইর নির্দেশনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার উদ্দ্যেগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিদের জানাযা ও দাফন কাফনের জন্য বাউফল উপজেলায় তিনটি টিম গঠন করা হয়ছে।
পুটুয়াখালী জেলার সিভিল সার্জন টিম গুলোর অনুমোদন দেন। উক্ত অনুমোদিত টিমের কাগজ নিয়ে বাউফল উপজেলা ইউএন ও বাউফল থানার ওসি ও বাউফল সাস্থ কমপ্লেক্সের প্রধানের সাথে সমন্বয় বৈঠক করে টিমের কাজ করার জন্য নিশ্চিত কেরন।
টিমগুলো যথাক্রমেঃ
ক) দক্ষিন বাউফল তথা কালাইয়া. দাশপাড়া, নওমালা, আদাবাড়িয়া, বগা ও ইউনিয়ন। যোগাযোগঃ০১৭৩৪২৬২০৯৩
টিম প্রধান মোঃ মিজানুর রহমান,
সহকারি প্রধান মোঃ বেল্লাল হোসেন,
সদস্য মোঃ ইমাম হোসেন, সদস্য মোঃ আব্দুল জলিল, সদস্য মোঃ মানিক হাওলাদার।
খ) উত্তর বাউফল তথা কালিশুরী, ধুলিয়া কাছিপাড়া, কেশবপুর ও সূর্যমনি ইউনিয়ন। যোগাযোগঃ০১৭৭২৫৮২৯৯৯
টিম প্রধান মুফতি মহিবুল্লাহ মারুফ,
সহকারি প্রধান মাও হারুনুর রশিদ,
সদস্য হাফেজ মোঃ নুরুল আমিন,
সদস্য হাফেজ মোঃ মামুনুর রশিদ,
সদস্য মোঃ আব্দুর রহমান নোমানী।
গ/মধ্য বাউফল তথা পৌরসভা, বাউফল সদর, নাজিরপুর কনকদিয়া ও মদনপুরা ইউনিয়ন। যোগাযোগঃ০১৭২৪০৫৫৯৮৫
টিম প্রধান ডা.খবির উদ্দিন,
সহকারি প্রধান আলহাজ্ব মাও আব্দুর রহমান, সদস্য ডা. হাবিবুর রহমান, সদস্য মোঃ মহিউদ্দিন রাড়ি, সদস্য মোখলিছুর রহমান।