এম,লুৎফর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) ঢাকা বিভাগের সম্মানিত সদর মাওলানা খলিলুর রহমান (রহ.) গতকাল ৩ মে ২০২০ ইং রবিবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (৪মে’২০২০) সকালে বরিশাল বিভাগের বামুক ছদর শোকবার্তা প্রেরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) বরিশাল বিভাগের সম্মানিত সদর মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী (পীর সাহেব কাঠিপাড়া)।
তিনি বলেন, মাওলানা খলিলুর রহমান বাংলাদেশে বিশুদ্ধ ধারার তাসাওউফ চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তিনি ইসলামী বিপ্লবেরও একজন নিরলস দায়িত্বশীল ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভাগীয় সদরের দায়িত্ব পালন করেছেন।
তিনি আরো বলেন তারা সাথে আমার ব্যক্তিগত ভাবে ভালো সম্পর্ক ছিলো। তাঁর মৃত্যুতে আমরা ইসলামের একজন একনিষ্ঠ খাদেমকে হারিয়েছি।
বাংলাদেশ মুজাহিদ কমিটি বরিশাল বিভাগীয় সদর মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান প্রভুর দরবারে জান্নাতুল ফেরদাউসের উচু মাকাম কামনা করেন। আজ সকালে এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।