শিরোনাম

রায়পুরে শশুর বাড়ি থেকে গৃহবধুর লাশ উদ্ধার

 

(লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে সীমা আক্তার (১৯) নামের এক গৃহবধুর মৃত দেহ তার শশুর বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে চরমোহনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আতর উদ্দিন কাজী বাড়িতে এঘটনা ঘটেছে। তবে কিভাবে মারা গেছেন তা রিপোট আসলে বলা যাবে।

মৃত গৃহবধু চরমোহনা গ্রামের হায়দার আলীর পুত্র রাশেদের নবাগত স্ত্রী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছৈয়াল বাড়ির খোকনের মেয়ে।এঘটনায় সন্ধায় থানায় সাধারন ডায়রি করেছেন সীমার বাবা মোঃ খোকন।

এলাকাবাসী ও সীমার চাচা আমির আলী জানান, দীর্ঘদিনের সম্পর্কের পর চার মাস আগে রাশেদ সীমাকে বিয়ে করে নীজ বাড়ীতে তুলেন। উভয়ের পরিবার তাদের সম্পর্ক ও বিয়ে মেনেও নিয়ে। বিয়ের পর রাশেদ জানতে পারেন তার স্ত্রী-সীমার বাবা সুইপারের কাজ করে সংসার চালান।

এনিয়ে দু’জনের মধ্য তুচ্ছ ঘটনায় মনমালিন্য ও একাধিকবার সীমাকে শারিরীক নির্যাতনও করে রাশেদ। অভিভাবকদের কাছে বিচার দিলেও কোন লাভ হয়নি। উল্টো নির্যাতন বেড়ে গিয়েছিলো।
এঘটনায় রাশেদ মুঠোফোনে জানান, ঘটনার রাতে খাবার শেষে দু’জনে একসাথে গুমিয়ে পড়ি।

কিছুক্ষণ পরে সীমার হাত পা ঠাণ্ডা হয়ে যাওয়ায় চিৎকার দিলে মা এসে বলেন সীমা মারা গেছে। আমি জ্ঞান হারাই ও সকালে আমার জ্ঞান ফিরে। সীমাকে নির্যাতন বা অবহেলা করা হয়নি। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। কিভাবে মারা গেছে বলতে পারছি না।।

এঘটনায় রায়পুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোঃ নাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধু সীমা আক্তারের লাশ উদ্বার করে জেলা সদরে হাসপাতালের প্রেরন করেন। ময়না তদন্তরর রিপোট আসলে বলা যাবে হত্যা না আত্নহত্যা। এঘটনায় সাধারন ডায়রি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :