শিরোনাম

লৌহজংয়ে করোনা আক্রান্তদের বাড়িতে ‘উপহার’ নিয়ে হাজির ইউপি চেয়ারম্যান

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের করোনা আক্রান্ত ও লকডাউন থাকা বাসিন্দাদের মাঝে ‘উপহার’ পাঠিয়েছেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। গতকাল মঙ্গলবার দুপুরে কনকসার ইউনিয়নের কনকসার, নাগেরহাট, নয়নাকান্দা ও মশদগাঁও গ্রামের ৮ জন করোনা আক্রান্ত ও লকডাউন থাকা ৩ ব্যক্তির পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী পৌঁছে দেন চেয়ারম্যান আজাদ।

উপহার সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি চার রকমের ফলমূল, ছয় রকমের শবজি, ছয় রকমের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ১০ কেজি চাল।

উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি চেয়ারম্যান আজাদ এ সময় করোনা আক্রান্ত ও লকডাউন থাকা ব্যক্তিদের সাথে সামাজিক দূরত্বে থেকে কথা বলেন, সাহস এবং পাশে থাকার আশ্বাস দেন। চেয়ারম্যান আজাদ করোনা আক্রান্ত ও লকডাউন থাকা ব্যক্তিদের মাঝে বিতরণ করা খাদ্যসামগ্রীকে ত্রাণ কিংবা সাহায্য বলতে নারাজ। তিনি এর নাম দিয়েছেন ‘উপহার’।

 

নিউজটি শেয়ার করুন :