শিরোনাম

কক্সবাজার চকরিয়ায় তরুণীর লাশ উদ্ধার

 

এম.কলিম উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ১৮ বছর বয়সী চম্পা নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) রাত সাড়ে ১০ টার দিকে কতিপয় দুর্বত্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে কোণাখালী ইউনিয়নের মরংঘোনাস্থ সড়কে চম্পার লাশ ফেলে দেয়। পথচারীরা সড়কে তরুণী লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে রাত ১২ টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত লাশ কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে চম্পার (১৮)। নিহত যুবতীর পিতা রুহুল আমিনের জানিয়েছেন, চট্টগ্রাম থেকে তার মেয়ে নিহত চম্পা চকরিয়া জনতাবাজার (গরুবাজার) বাস স্টেন্ড পর্যন্ত আসে। সেখান থেকে উপকুলীয় সড়ক দিকে কক্সবাজারে আসার জন্য একটি সিএনজি-তে উঠে। সন্ধ্যার দিকে পিতার সাথে নিহত চম্পার মোবাইল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

চকরিয়া মডেল থানার ওসি মোঃ হাবিবুর রহমান আরো জানান, যুবতী চম্পা’র লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশটি উদ্ধার করে রাত সাড়ে ১২ টার দিকে চকরিয়া মডেল থানা ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। থানায় নিহত তরুনী চম্পা’র পিতা-মাতা ও স্বজনেরা রয়েছে।

ওসি হাবিবুর রহমান বলেন, ‘মেয়েটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের খরুলিয়ায় যাচ্ছিলো সিএনজি চালিত অটোরিকশা করে। পথিমধ্যে কে বা কারা মেয়েটিকে হত্যা করেছে এবং কেন এই হত্যা তা তদন্তের পর জানা যাবে।’

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন :