(লক্ষ্মীপুর প্রতিনিধি )
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে ডুবে সাবিহা নামের তিন বছরের শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার সকাল সারে ৭টায় উপজেলার উত্তর কেরোয়া আব্দুর রহমান মুন্সি বাড়িতে এঘটনা ঘটেছে।
নিহত সাবিহা একই এলাকার ব্যবসায়ী ইসমাইল মুন্সীর ছোট মেয়ে। ১০টায় জানাজা শেষে শিশুর মৃত দেহটি তাদের পারববারিক কবর স্থানে দাফন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্বজনরা জানান,ফজরের নামাজ ও সেহরি খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। এসুযোগে সাবিহা তাদের ঘরের পাশে পুকুর ঘাটে গেলর পা পিছলে পড়ে পুকুরে ডুবে যায়। সবাই খোঁজাখুঁজির একপর্যায়ে সাবিহার লাশ পুকুরে ভেসে উঠলে তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এঘটনায় পরিবারের সাথে এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কেরোয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শোকাহত পরিবারের সাথে আমিও শোকাহত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে। দাফন হয়েছে।