শিরোনাম

লক্ষ্মীপুরে দু’পক্ষের সংঘর্ষ আহত ১২

 

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার টুমচর ও শাকচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইউছুফ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাকচর এলাকার বাসিন্দা ভুট্টো গং ও হেজো মিয়া গংদের সাথে পারিবারিক বিরোধের জের ধরে সকালে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভুট্টো গংরা দেশীয় অস্র নিয়ে হেজো গংদের উপর হামলা চালালে গৃহবধু শিউলী আহত হন। এ ঘটনার খবর পেয়ে শিউলীর ভাই ও ভাগ্নেরা বিষয়টি জানতে ওই বাড়ীতে গিয়ে ভুট্টোগংরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। এসময় দু’’পক্ষের মধ্যে সংঘর্ষে হেজো মিয়া গংদের ইউছুফ, সেলিম, জসীম, রিফাত, তুশার রক্তাক্ত জখম ও ভুট্টো গংয়ের ভুট্টো, মিষ্টার ও মহিমসহ উভয়পক্ষের ১২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

এঘটনায় উভয়পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। থানায় মামলার প্রস্তুতিও নিয়েছেন।

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :