শিরোনাম

লৌহজং থেকে ৪ জন করোনা রোগী পলাতক

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:

লৌহজং উপজেলাধীন মেদিনীমন্ডল ইউনিয়নের দক্ষিণ যশলদিয়া গ্রামের মোল্লার বাড়ি পরিবারে কয়েকজন সদস্য অনেকদিন ধরে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাতে বসবাস করে আসছিলেন।

কিন্তু সাম্প্রতিক সময়ে তারা অসুস্থ‌্যতাবোধ করলে ঢাকাতে থাকাকালীন সময়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে গ্রামের বাড়িতে আসেন।

এমতাবস্থায় আজ সকালে আইইডিসিআর থেকে ০৪ জনের মোবাইলে এসএমএস এর মাধ্যমে করোনা ভাইরাসের পজিটিভ রেজাল্ট জানানো হয়।

এর প্রেক্ষিতে উক্ত পরিবারের ৪ জন সদস্য করোনা ভাইরাস এ আক্রান্ত হওয়ার রেজাল্ট পাওয়ামাত্রই পুনরায় ঢাকাতে পালিয়ে যায়।

খবর পাওয়া মাত্রই লৌহজং উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পালিয়ে যাওয়া ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার, কেরানীগঞ্জ, ঢাকাকে অবহিত করেন এবং ঐ পরিবারের অন্যান্য সদস্যদের বাধ্যতামূলক আইসোলেশন নিশ্চিত করেন।

এছাড়াও পার্শ্ববর্তী এলাকার আরও একটি বাড়িতে ঢাকা থেকে ক‌রোনা ভাইরাস সন্দেহ প্রবণ এক ব্যক্তি আসলেও উক্ত বাড়ির সকল সদস্যকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টানে থাকতে নির্দেশ দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফ হোসেন খান, চেয়ারম্যান, মেদিনীমন্ডল ইউনিয়ন পরিষদ, লৌহজং, মুন্সীগঞ্জ।

নিউজটি শেয়ার করুন :