শিরোনাম

চুয়াডাঙ্গায় দুই স্বর্ণ চোরাকারবারীর যাবৎজীবন কারাদন্ড দিল আদালত

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালান মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। সোমবার বিকালে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা: রবিউল ইসলাম এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলো- ঢাকা কেরানিগঞ্জের রামেরকান্দা গ্রামের মহিউদ্দিন খানের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কালুরগা গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪০)। তবে রায় ঘোষনার সময় দুই আসামী পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৭ই জুন সকালে ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তজার্তিক চেকপোস্ট থেকে নুরুল ইসলাম ও মাসুদ রানাকে আটক করে শুল্ক স্টেশনের কর্মকর্তারা। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ১৯টি স্বর্ণের বার ও ১০টি খন্ডিত স্বর্ণের টুকরা জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ২ কেজি ২৭৮ গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।

এ ঘটনায় বেনোপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারি রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম বাদী হয়ে আটককৃত দুই জনকে আসামী করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। আলোচিত এ স্বর্ণ মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম ২০১৮ সালের ৩১ জুলাই নুরুল ইসলাম ও মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালত এ মামলায় ৮জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি (১) (এ) ধারায় তাদের দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন :