আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন কান্দি (নাগের হাট) গ্রামের গরীব কৃষক মোহাম্মদ শুক্কুর আলী প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কৃষি শ্রমিকের সঙ্কটে পড়ে নিজের জমির ধান কাটতে পারছিলেন না।
লৌহজং উপজেলা যুবলীগের সহসভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ নূর নবী এ খবর জানতে পেরে গত ১৩ মে বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে রোজা রেখেই মোঃ মোস্তাক আহম্মেদ নূর নবীর নেতৃত্বে নতুন কান্দি গ্রামের গরীব কৃষক মোহাম্মদ শুক্কুর আলীর ৫৬ শতাংশ পাকা ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন।স্বেচ্ছাসেবায় এই ধান কাটা কাজে আরো অংশ গ্রহন করেন যুবলীগ নেতা সঞ্জয় দাস, মোঃ ফারুক খালাসী,
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ লিমন, ছাত্রলীগ নেতা তানজিদ আহম্মেদ, মোঃ আবির, সাকিব, মোঃ হাসান, মোঃ সিফাত, মোঃ রাজিব, নতুনকান্দি গ্রামের মোঃ রফিকুল মৃধা, মোঃ জামিল তালুকদার সহ কনকসার ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীবৃন্দ।
লৌহজং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ নূর নবী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও আমাদের মুন্সিগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি আপার অনুপ্রেরণায় আমরা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন গ্রামের দরিদ্র অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছি। এর পাশাপাশি তাদের বাড়ি পৌঁছে দিয়ে ধান মাড়াই করে ঘরে তুলে দিচ্ছি।
আমাদের এ কাজ চলমান থাকবে। যতদিন মাঠে ধান থাকবে ততদিন আমরা কৃষকের পাশে থেকে এই কাজটুকু করে যাব। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে অসহায়-কর্মহীন ও কৃষক সহ সর্বস্তরের মানুষের পাশে যুবলীগ নেতারা সবসময় থাকবে ইনশাআল্লাহ।