শিরোনাম

চট্টগ্রাম পোশাক শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়ায় কর্মীদের বিক্ষোভ: পাশে BSKS সংগঠন

 

জান্নাতু ফেরদৌস সুমা, চট্টগ্রাম থেকে: 

চট্টগ্রামের পোশাক কর্মীদের বেতন ,বোনাস সঠিকভাবে না পাওয়াতে শ্রমিকদের বিক্ষোভ। তাদের দাবি মহামারী করোনা ভাইরাসে কারনে বাংলাদেশ সরকার লগডাউন এর ঘোষনা দিয়েছেন, মার্চ মাসে থেকে সরকার ঘোষনা দিয়েছেন ৩ মাসের বেতন পরিশোধ করার জন্য। বিজিএমইএ সিদ্ধান্তে গার্মেন্টস কর্মীদের মার্চের বেতন পরিশোধ করা হয়েছে, কিন্ত এপ্রিলে বেতন পুরোপুরি পরিশোধ করা হয়নি যখন দেশের পরিস্থিতি আরো জটিল এপ্রিলের ২২ তারিখ থেকেই শুরু হয়েছে পোশাক শিল্প। বিজিএমইএ সিদ্ধান্তে ৬০% বেতন পরিশোধ করা হবে জানিয়েছেন গার্মেন্টস শিল্পের মালিকেরা।

আসন্ন ঈদের বোনাস দেওয়ার কথা কিন্ত সেটাও দেওয়া হয়নি পোশাক কর্মীদের দাবি লগডাউন ২৬/০৪/২০২০ ইং পর্যন্ত ছিলো কিন্ত গার্মেন্টস মালিকরা ২২/০৪/২০২০ ইং তারিখে গার্মেন্টস শিল্প খোলা হয়।শ্রমিকরা আরও জানায় লগডাউন এর জন্য তাদের যাতায়াত ভাড়া ৭দিনে ১০০০ থেকে ১৫০০ টাকা খরচ হয়েছে তবুও তারা যথাযথ সময়ে কর্মস্থানে উপস্থিত ছিলেন তাহলে বিজিএমইএ যে ৬০% বেতন পরিশোধের সিদ্ধান্ত কিভাবে নিলেন তারা আরো জানায় শুধুকি গরিবের পেটে লাথী মারবেন, আর যারা হেড অফিসে বড় বড় উচ্চ পদে কাজ করেন তাদের জন্য ১০০% বেতন পরিশোধ করা হয়েছে ।

আজ শ্রমিক আছে বলে মালিকের আছে, বিজিএমইএ আছে, উচ্চ পদের কর্মকর্তাগন আছেন, এতো ঝুকিপূর্ণ জেনেও শ্রমিকরা কাজে যোগ দান করেন আর তাদের নেয্য বেতন টাও তারা পায়নি, যাদের বেতন ৮০০০ টাকা তারা ৬০% এ পাচ্ছে ৪৫০০ টাকা কি ৫০০০ টাকা এই বেতনে কি ভাবে চলবেন তারা আজ অসহায় হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের মিনতি এই মহামারী পরিস্থিতিতে তাদের নেয্য পাওনা তাদের দেওয়া হয়। গার্মেন্টসের মালিকেরা সরকার থেকে লোন নিয়ে গার্মেন্টস চালাচ্ছেন আর এই টাকা শ্রমিকদের রক্ত মিশানো ঘামে ভেজা টাকায় পরিশোধ করা হচ্ছে আর আজ যখন শ্রমিকদের পাশে থাকা দরকার তখনি তারা শ্রমিকদের ঝুঁকিতে ঠেলে দিয়েছেন আবার তাদের নেয্য পাওনা তাদের ঠিক মতো দিচ্ছে না।

এ অবস্থায় বাংলাদেশ সাংবাদিক কল্যান সংগঠন পাশে দাড়ালেন। গতকাল সরকারে কাছে খোলা চিঠি পাঠায়, আশা করি মানীয় প্রধানমন্ত্রী’র সুদৃষ্টি দিবেন বলে জানান, BSKS কেন্দ্রীয় কমিটি – সভাপতি শেখ তিতুমীর আকাশ, ও সিনিয়র উপদেষ্ঠা মন্ডলি এবং কার্যনিবাহী কমিটির সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন :