নোয়াখালী কোম্পানীগঞ্জে আরো করোনা শনাক্ত ৪
এম.এস আরমান,নোয়াখালী।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একই পরিবারের দুই জন সহ আরো ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ৫জন। রবিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে তিনজনই নারী। তারা হলেন, কোম্পানীগঞ্জে প্রথম আক্রান্ত জনতা ব্যাংকের নিরাপত্তা প্রহরী আব্দুল মান্নানের স্ত্রী, পুত্রবধু ও তাদের এক ভাড়াটিয়া। তাদের বাড়ি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। এবং আক্রান্ত অন্যজন হলেন, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাজহারুল ইসলাম(৩০) নামে এক যুবক। আক্রান্তদের বাড়ি লকডাউন করে আক্রান্তদের আইসোলেশনে নেওয়া হচ্ছে।
নিউজটি শেয়ার করুন :