এম.এস আরমান,নোয়াখালী
সারা দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি, সারা দেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়ও সব গুলো হোটেল এন্ড রেস্টুরেন্টে বন্ধ রয়েছে।
বিভিন্ন হোটেল এন্ড রেস্টুরেন্ট বন্ধ হওয়ার কারণে প্রায় সব গুলো হোটেল শ্রমিক বেকার হয়ে পড়েছে।
আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে কর্মহীন হয়ে পড়া কোম্পানীগঞ্জের হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদের মাঝে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আজ ১৮ মে সোমবার সকাল ১১ টায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এর পক্ষে বসুরহাট বাজারে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, যুগ্নসম্পাদক- মমিনুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সগির, উপজেলা যুবদলের সহসভাপতি আনোয়ার হোসেন রিপন প্রমুখ।