মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গায় বিজিবির মাদক বিরোধী অভিযানে ৩৪৪ বোতল ফেন্সিডিল করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যেগ দেশের যুব সমাজকে রক্ষা করতে মাদককে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তার সেই মতই উদ্যোগকে সাফল্য মন্ডিত করতে এবং সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মাদক বিরোধী কঠোর অভিযান পরিচালনা করছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদারের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত বারাদি নদীর পাড় হতে ৩৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।
আটককৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।